সাংবাদিক মামুনের উপর সন্ত্রাসী হামলায় সোনাতলা প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:45 PM, 07 June 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বিকেলে সোনাতলার উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওই ইউনিয়নের ধর্মকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন শেষে পাশে রাখা মোটরসাইকেলের নিকট যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সোনাতলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার মামুনুর রশিদ মামুন। ঘটনা সুত্রে জানা গেছে ভোটের দিন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল সাংবাদিক মামুনুর রশিদ মামুন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা ভেলুরপাড়া এলাকার মুখচেনা ৮/১০ জন সন্ত্রাসী বাহিনী পিছন থেকে ধাওয়া করে তাকে বেদম মারপিট শুরু করে টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্যান্য সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ মামুনকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক মামুন জানায় বেশ কিছু দিন আগে রেল লাইনের পাশে থাকা গাছ কর্তন বিষয়ে সংবাদ পরিবেশনের জের ধরে ভেলুরপাড়া এলাকার চিহ্নিত একটি সন্ত্রাসী মহল নির্বাচনী সহিংসতার ডামাডোলে এঘটনা ঘটিয়েছে। এদিকে সাংবাদিক মামুনুর রশিদ মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, সহ-সভাপতি রবিউল ইসলাম সাজু, ইকবাল কবির লেমন, সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম সিনিয়র সাংবাদিক লতিফুল ইসলাম, বদিউদ-জ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাগর, আবু হেলাল, রিমন আহম্মেদ বিকাশ, শহিদুল ইসলাম শাহিন, শামীম হোসেন সুজন ও হারুন অর-রশিদ হারুন। নেতৃবৃন্দ ২৪ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :