সাতক্ষীরায় বিআরডিবি অফিসে অভিজান চালিলে তিন দালাল আটক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  02:17 PM, 03 July 2019

সাজমিন সাথী ঃ সাতক্ষীরায় বিআরটিএর মাধ্যমে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র তৈরি করে দেওয়ার নামে প্রতারনার সময় তিন দালালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।
মঙ্গলবার(২) দুপুরে সাতক্ষীরা জেলা কালেকটরেট চত্বরে এ ঘটনা ঘটে। দুদক কর্মকর্তা শাওন মিয়া, নীলকমল পাল ও বিজন কুমার সরদার এ অভিযান পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের জিয়াউল হক, একই গ্রামের সাইফুল আলম ও সাতানি গ্রামের আল আমিন সরদার। সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা এ ঘটনা নিশ্চিত করে জানান, আটক জিয়াউলকে ৩০ দিন এবং অপর দুই জন সাইফুল ও আল-আমিনকে ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :