সাবেকপাড়া খাদ্যগুদামে কৃষক পর্যায়ে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:02 PM, 21 May 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ চলতি মৌসুমে গাবতলীর সাবেপাড়া খাদ্যগুদামে কৃষক পর্যায়ে সরাসরি বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও সোনারায় ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম । এসময় উপজেলা গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম আজাদ, সাবেকপাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ম আহম্মেদ,কৃষক আলহাজ্ব আব্দুস ছামাদ, আলী আজম, জাহাঙ্গীর আলম,.মাহবুবুর রহমান আজাদ, জালাল উদ্দিন,জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম পাশাসহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম আজাদ জানান, গাবতলী উপজেলায় চলতি মৌসুমে ৩,৯৪১মেট্রিকটন বোরো ধান ক্রয় করা হবে । এরমধ্যে সাবেকপাড়া খাদ্যগুদামে ১৩৫০ মেট্রিকটন বোরো ধান কৃষকের নিটক হতে সরাসরি ক্রয় করা হবে। প্রতি কেজি ধানে দাম ২৩টাকা হারে কৃষক পাবে। আগামী আগামী ৬জুন হতে ধানের পাশাপাশি চালও ক্রয় করা হবে। এ খাদ্রগুদামের আওত্বায় রামেশর¦পুর, সোনারায়,কাগইল ও দক্ষিপাড়া ইউনিয়নের কৃষকেরা সরাসরি ধান বিক্রয় করতে পারবে। খাদ্যগুদামে আসা অনেক কৃষক জানান, ধান বিক্রয়ের টাকা তারা কলেজ ষ্টেশন সোনালী ব্যাংক এস এ শাখায় পেলে সুবিধা হবে। এব্যাপারে সাবেকপাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন আহম্মেদ জানান, আমি উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

আপনার মতামত লিখুন :