সামাজিক সংগঠন আলোর প্রদীপ এর মাদক বিরোধী ক্যাম্পেইন পূর্ব কার্যক্রম

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:45 PM, 27 May 2019

সাজেদুর আবেদিন শান্তঃ মাদকের ভয়াবহ ছোবলে যখন আক্রান্ত বাংলাদেশ, যখন প্রজন্মের একটি অংশ মাদকের কাছে জিম্মি, ঠিক সেই সময় সোনাতলায় মাদক বিরোধী ক্যাম্পেইনের মতো মহৎ একটি উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আলোকিত সমাজ গড়ার ব্যতিক্রমী সামাজিক সংগঠন ‘আলোর প্রদীপ। সংগঠনটি তাদের মাদকবিরোধী ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে ভিন্ন মাত্রায় ২০১৯ সালের জুন মাসে মাসব্যাপী ‘মাদক বিরোধী ক্যাম্পেইন’ নামে একটি বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। ইতোমধ্যেই চলছে ক্যাম্পেইনে অংশগ্রহণেচ্ছুদের অনলাইন রেজিষ্ট্রেশন। প্রতিদিন রেজিষ্ট্রেশন করছে অসংখ্য আগ্রহী ব্যক্তি। ব্যাপক প্রচার-প্রচারনায় মুখরিত এখন বগুড়া জেলার সোনাতলা উপজেলাসহ সমগ্র উত্তরবঙ্গ। প্রতিদিন এ কার্যক্রমে সৌহার্দ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এ অঞ্চলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, বিপনন কেন্দ্র, মিডিয়া ও সুধীজন। আগামী ১ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে ২৬ জুন পর্যন্ত মাদকবিরোধী এ ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। উদ্বোধনী অনুষ্ঠানসহ মাসব্যাপী ক্যাম্পেইনে উপস্থিত থাকবেন স্থানীয় সুধী ও গুণী ব্যক্তিবর্গ।

ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে আলোর প্রদীপ এর তথ্য ও প্রকাশনা উপ-কমিটির সভাপতি এসএম সামিউল ইসলাম জানান, সোনাতলা উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ক্যাম্পেইন। আমরা আশা করি, এ ক্যাম্পেইনের মধ্য দিয়ে মানুষ সচেতন হবে, মাদকমুক্ত হবে সমাজ, সেইসাথে এগিয়ে যাবে প্রিয় সোনাতলা।
এ বিষয়ে আরো জানতে চাইলে আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল জানান, মাদকমুক্ত সুস্থধারার সমাজ গঠনের লক্ষে এটি আমাদের চলমান প্রক্রিয়া। তবে এ বছর আমরা আরেকটু ভিন্নমাত্রায় আমাদের কর্মসূচিটি সাজিয়েছি। সোনাতলা উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী পদযাত্রা, পথসভা, লিফলেট বিতরণ, আলোচনাসভা, শিশু-কিশোরদের মাদকবিরোধী শপথ গ্রহণের মাধ্যমে আমরা সোনাতলা উপজেলা তথা সারা বংলাদেশকে একটি সমৃদ্ধ-সুন্দর দেশ হিসেবে গড়তে চাই। এ লক্ষে সকলের সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন :