সারিয়াকান্দিতে অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত জামাল গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:19 AM, 25 March 2019

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি,বগুড়া সংবাদদাতাঃ বগুড়ার সারিয়াকান্দিতে পাইপগান, কাটা রাইফেল, চাপাতি, হাসুয়া এবং গুলিসহ দুর্ধর্ষ ডাকাত মোঃ জামাল শেখ ওরফে ডাকাত জামাল (৪৮) কে গ্রেফতার করা হয়েছে র‌্যাবের অভিযানে।র‌্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। র‌্যাব-১২ এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র‌্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি দল বগুড়ার সারিয়াকান্দি থানার শিমুল তাইড় (গুচ্ছগ্রাম) পূর্বপাড়া গ্রামের চর এলাকার একটি টিনসেড ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত মোঃ জামাল শেখ ওরফে ডাকাত জামাল(৪৮) গ্রেফতার করে। সে ওই গ্রামের মোঃ শাহজাহান ওরফে কালুর পুত্র। এরপর তার দেওয়া তথ্যমতে তার বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১ টি ওয়ান শুটার পাইপগান, ১ টি কাটা রাইফেল, ১ টি চাপাতি, ২ টি হাসুয়া এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উক্ত জামাল শেখ দীর্ঘদিন যাবৎ বগুড়া সারিয়াকান্দি থানার চর এলাকা থেকে শুরু করে বগুড়ার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন এবং অস্ত্রের মুখে নিরীহ মানুষকে জিম্মি করে মুক্তিপন আদায় করে আসছিল। তার বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অস্ত্র ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় কোম্পানী কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান পিএসপি উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :