সারিয়াকান্দি যমুনা নদী থেকে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও ইলিশ মাছ আটক

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রজনন মৌসুমে মা ইলিস সংরক্ষন এর জন্য প্রশাসন ও মৎস অধিদপ্তরের পক্ষ থেকে চালানো হচ্ছে অভিযান।প্রায় প্রতিদিনই জেলে আটক,জাল ও মাছ জব্দ করা হচ্ছে।তার পরেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সারিয়াকান্দি যমুনা নদীতে ইলিশ মাছ ধরা হচ্ছে।ইলিশ মাছের প্রযনন নির্বিঘ্ন করতে মৎস বিভাগ ৯ থেকে৩০ অক্টবর/১৯ পর্যন্ত ২২দিন নদীতে মাছ শিকার নিষিদ্ধ ঘোষ না করেছে।
গত কাল ভোর থেকে সারিয়াকান্দি উপজেলা মৎস কর্মকর্তা মোঃগোলাম মোর্শেদ ও নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাসেল মিয়া অভিযান চালিয়ে মানিক দাইড়,ডাকাত মারা,চর দলিকা,জামথল,শিমুল তাইড় ও মথুরাপাড়া এলাকা থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেন।মাছ গুলি চন্দনবাইশা হামিউস্ সুন্নাহ ্ কওমি মাদ্রাসায় দান করেন এবং জাল গুলি উপজেলার কালিতলা গ্রয়েন বাঁধে প্রকাশ্যে জন সম্মুখে পুরানো হয়েছে। অভিজানে উপস্থিত ছিলেন সহকারী মৎস কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।