সুশিক্ষাই পারে সমাজ থেকে বাল্য বিবাহ মাদক প্রতিরোধ করতে- ইউএনও গাবতলী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:10 PM, 31 January 2016

গাবতলী (বগুড়া)প্রতিনিধি ঃ গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আহসান হাবিব বলেছেন সুশিক্ষাই পারে সমাজ থেকে বাল্য বিবাহ মাদক ইভটিজিংসহ নানা অপকর্ম প্রতিরোধ করতে। সেজন্য প্রতিটি পরিবারের বাবা মায়েদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন শত ব্যস্থতার মাঝে আপনার সন্তানরা ঠিত মতো স্কুলে যাওয়া আসা করে কি না,পড়া লেখা করে কিনা, কেমন বন্ধুদের সাথে চলাফেরা করছে প্রতিটি বিষয়ে সচেতনতা অবলম্বল করতে হয়ে। গতকাল গাবতলীর রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ম্যানেজিং কমিটির সভাপতি ও রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ গফুর এবং মিজানুর রহমান মিজান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ এর ব্যবস্থাপনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামেশ্বরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাখাওয়াত হোসেন বাবু, ইউপি প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী, কমিটির সাবেক সভাপতি মোজাফ্ফর রহমান, অভিভাবক সদস্য মফিদুল ইসলাম, অভিভাবক মর্জিনা বেগম, মনিরা আক্তার, জেসমিন, মাসুদুর, মোয়াজ্জেম, শিল্পী, ওয়াহেদ, আঃ রউফ প্রমূখ। সভা পরিচালনায় ছিলেন মৌলভী শিক্ষক আঃ মমিন। এ সময় সহকারী প্রধান শিক্ষক খালেদ সাইফুল­াহ, ইউপি মেম্বার আঃ লতিফ লাঠিমসহ স্কুল কমিটির অভিভাবক সদস্য ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :