সোনাতলার গাছ খেঁকোরা এবার মহিচরণ এলাকায় ৪টি গাছ কর্তন করল!

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:42 PM, 25 May 2019

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সোনাতলার গাছ খেঁকোরা এবার উপজেলার
মহিচরণ এলাকায় গত ২৪ মে দিবাগত রাতে ৪টি গাছ কর্তন করেছে। সংবাদ পেয়ে বন
বিভাগের লোকজন পুলিশের সহায়তায় গাছগুলো উদ্ধার করেছে। উলে-খ্য যে, গত ১৭ মে
দিবাগত রাতে উপজেলার চরপাড়া থেকে সৈয়দ আহম্মেদ কলেজ রাস্তার গোসাইবাড়ী
গ্রামের সামনে লক্ষাধিক টাকা মুল্যের কয়েকটি গাছ কেটে খন্ড খন্ড করে ওই এলাকার
দুটি ‘ছ’ মিলে বিক্রি করে গাছ খেঁকোরা। বিষয়টি জানাজানি হলে উপজেলা
প্রশাসন ওই এলাকায় গিয়ে গাছ কর্তনকৃত স্থান ও খন্ডকৃত গাছগুলো দুই ‘ছ’
মিলে সনাক্ত করে। ঘটনা দুটির বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার শফিকুর আলম জানান,
গোসাইবাড়ী এলাকা থেকে গাছ কর্তন করা বিষয়টি ব্যবস্থা গ্রহণে উপজেলা
প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহিচরণ এলাকার গাছগুলো উদ্ধার করা হয়েছে।
এদিকে থানায় খোঁজ নিয়ে জানা গেছে, বিষয় দুটি নিয়ে কোন মামলা হয়নি। থানা
অফিসার ইনচার্জ আব্দুল্যা আল মাসুউদ চৌধুরি জানায়, গাছ মালিক বা কর্তপক্ষরা
অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :