সোনাতলায় ইউএও ও সাংবাদিকের হস্ত ক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ১৩ বছরের মেয়ে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:19 PM, 24 November 2017


জাহিনুর ইসলাম ঃ সোনাতলায় অল্পের জন্য বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ১৩ বছরের মেয়ে। সোনাতলা পৌর সভার ৩ নং ওয়ার্ড গড়ফতেপুর গ্রামের শফিকুল ইসলামের ১৩ বছরের কন্যাকে পাশ্ববর্তী ৪ নং ওয়ার্ড তকিয়া গ্রামের স্বামী পরিতাক্তা সুন্দরী নামের এক মহিলার ছেলে সজিব (১৭)নামের সাথে বিবাহ ঠিক হয়। বিয়ের প্রায় সব আয়োজন শেষ মেয়ের বাড়িতে বর যাত্রীর আগমন এমন সময় সংবাদ পেয়ে সিএনএন বাংলা টিভির বগুড়া জেলা প্রতিনিধি ,আজকালের খবর পত্রিকার সাংবাদিক সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জাহিনুর ইসলাম মোবাইলে বিষয় টি সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলমকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক স্থানীয় কাউন্সিলর তাহেরুল ইসলামকে ওই বিবাহ বন্ধের নির্দেশ দেন । পরে ইউএনও শফিকুর আলম,কাউন্সিলর তাহেরুল ইসলাম,সাংবাদিক জাহিনুর ইসলাম,লতিফুল ইসলাম,আব্দুর রাজ্জাক,সোনাতলা থানার এস আই মানিকসহ পুলিশ গিয়ে মেয়ের মাকে বাল্য বিবাহর ক্ষতি কারক বিষয়ে বুঝিয়ে বিয়েটি বন্ধ করেন।

আপনার মতামত লিখুন :