সোনাতলায় জমিজমা সংক্রান্ত মারপিটে আহত ৬

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:18 PM, 07 February 2016

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার দক্ষিণ চরপাড়ায় জমিজমা সংক্রান্ত বিবাদে ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের মৃত নুরু হোসেন শাহের পুত্র মোঃ গোলাম রব্বানী। অভিযোগসূত্রে জানা যায়, গোলাম রব্বানীর পৈত্রিক ভোগ দখলীয় এমআর ৮৫,ডিপি ১২০১,দাগ নং সাবেক ৩৩৪০ হালে ৬৬৮২ জমির ৫২ শতকের কাতে ২৬ শতক জমি ভোগ দখল করে আসছে। এ জমি নিয়ে বিগত সময় একই গ্রামের আব্দুল মজিদ মামলা করে। মামলায় রায় পায় গোলাম রব্বানী। এতদসত্বেও আব্দুল মজিদ পক্ষ শনিবার সকালে দলবলসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করে ধান লাগানোর মাধ্যমে দখল নেয়ার চেষ্টা করে। এতে রব্বানীর লোকজন বাঁধা প্রদান করে। এ সময় প্রতিপক্ষের লোকজন রব্বানীর জ্যাঠাই আমেনা বেগম, (৭২),মা হাজেরা বেগম(৭০), বোন নয়ন তারা((৪৫),তুলামতি(৪০),রেখা বেগম((৪২),রব্বানীর স্ত্রী রুমি বেগম(২৫)কে লাঠিসোটা দ্বারা বেদম মারপিট করে। এতে তারা গুরুতর জখমপ্রাপ্ত হয়। এ ব্যাপারে ্ওইদিনই বাদী হয়ে থানায় অভিযোগ প্রদান করে গোলাম রব্বানী।এ ব্যাপারে এএসআই হাফিজ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :