সোনাতলায় জমি সংক্রান্ত জেরধরে চাচাতো-জেঠাতো ভাইদের মারপিটঃ আহত-৪

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:17 PM, 13 August 2019

সংবাদ আজকাল ডেক্সঃ বগুড়া সোনাতলা পৌরসভার ৪নং ওয়ার্ড গোপাই শাহবাজপুর গ্রামে জমি জমা সংক্রন্ত জেরধরে আজ সকালে চাচাতো-জেঠাতো ভাইদের মাঝে মারপিটের ঘটনা ঘটেছে। প্রত্যাক্ষদর্শি ও হাসপাতালে ভর্তি রোগী সূত্রে জানাযায়, ওই গ্রামের ফারু,লীটন,আমিরুল,ইউনুস গংদের কাছথেকে পৈত্রিক সম্পত্তি সুত্রে গোপাই বাড়ি মৌজার ১৩ শতাংশ জমির মধ্যে হাফ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে জেঠাতো ভাই গং ছবেদ আলী, হারেছ, মিনাজুল, আব্দুল, রফিকুল, চুন্নু মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিলো। এর আগে এ নিয়ে সোনাতলা পৌরসভায় একাধিক বার বিচারের পর পৌর কতৃপক্ষ ওই বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিক ছবেদ আলী গংদের সিমানা করে খুটি গেরে জমি বুঝে দেয়। ছবেদ আলীর হাতে টাকা পয়সা না থাকায় জমিটি ফাকা রাখে। এরই এক পর্যায়ে ঢাকা গার্মেন্টস এ চাকুরীরত হারেজ (৩২) ঈদুল আযহা উপলক্ষে বাড়ীতে এলে ওই জায়গায় সীমানা প্রাচীর নির্মান করার সময় ফারু গং বাধা প্রদান করে। এ সময় উভয় গংদের মধ্যে বাক-বিতন্ডা বাঁধলে ক্ষিপ্ত হয়ে ফারু তার স্ত্রী লিলি, লীটন, আমিরুল, ইউনুস হাতে লাঠি, সাবল, লোহার পাইপ নিয়ে এলোপাতারী মারপিট শুরু করে। এতে ছবেদ আলী(৩৫), হারেস (৩২), সাইফুল (২০) গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি করে। এদের মধ্যে হারেজ এর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ফারু’র স্ত্রী লিলিও আহত হয় বলে প্রত্যক্ষদর্শী মমিন জানায়। এ রিপোর্ট লেখা অবদি সোনাতলা থানায় মামালার প্রস্ততি চলছিল।

আপনার মতামত লিখুন :