সোনাতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:45 PM, 10 March 2019

রিমন আহম্মেদ বিকাশ, বিশেষ প্রতিনিধি ঃ “দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি,হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার সোনাতলাতেও পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
এ উপলক্ষে আজ সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে এক র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে উপজেলা মাধ্যমিক অফিসার আজিজার রহমান,প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউল হক জিয়া,উপজেলা খাদ্য নিয়স্ত্রক আব্দুল মজিদ,পরিসংখ্যান অফিসার,সিনিয়র শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জল,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ,ছাত্র-ছাত্রী,দমকল বাহিনীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। পরে উপজেলা মিলেনিয়াম হলে উপজেলা বাস্তবায়ন অফিসার জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :