সোনাতলায় ঠিকাদারের রাখা ড্রেন নির্মানের ইট চুরি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  04:31 PM, 17 March 2019

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলা পৌর এলাকার ৫নং ওয়ার্ড চমরগাছা থেকে লাহিরী পাড়া পর্যন্ত সোনাতলা পৌরসাভার টেন্ডারের মাধ্যমে আরসিসি ড্রেন নির্মানের কাজ পায়, মেসার্স শিল্পী এন্টারপ্রাইজ, আশরাফুল ইসলাম। তিনি বেশ কিছুদিন আগে থেকে চমরগাছা স্কুল এর সামনে থেকে লাহিরী পাড়া পর্যন্ত ওই ড্রেন নির্মান কাজ করতে থাকেন। নির্মান কাজের জন্য লাহিরী পাড়া তিন মাথা মোড় নামক স্থানে ইটের খামাল রাখেন। ওই ইটের খামাল থেকে রাতের আধারে ও নির্মানাধীন ড্রেন নির্মানের কিছু অংশ ইট খুলে চুরি করে নিয়ে বাড়ির ভেতওে ও বাশঁঝারের নিচে খুরে অভিনব কায়দায় প্রায় ২০০টির অধিক ইট রাখে ওই গ্রামের ছামসুলের পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে ওই খবর জানতে পেয়ে ঠিকাদার আশরাফুল ইসলাম ও পৌরসাভার কর্মকর্তা কর্মচারীগন গিয়ে মাটির নিচে রাখা ওই ইট গুলি উদ্ধার করে। এ বেপারে ঠিকাদার আশরাফুল ইসলাম জানান, আমার কাজের বাধা দিয়ে ওই এলাকার কিছু লোক টাকা দাবী করে। টাকা না পেয়ে তারা খামাল থেকে ইট চুরি করে রেখে দেয়। এ বেপারে সোনাতলা থানায় জানানো হয়েছে। এ বিষয়ে ওসি তদন্ত জাহিদ হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, বিষটি জেনেছি- তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :