সোনাতলায় নৈশ প্রহরীকে মারপিট করে বেধেঁ রেখে আকন্দ মার্কেটে ৪টি জুয়েলার্সে চুরি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:26 PM, 28 May 2022

সংবাদ আজকালঃ বগুড়ার সোনাতলা পৌরসভা রোড তিন মাথা মোড় আকন্দ মার্কেটে নৈশ প্রহরীকে বেঁধে রেখে চারটি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া জুয়েলার্সগুলো হলো , আপেল জুয়েলার্স (স্বত্ত্বাধিকারি- মোঃ আপেল), মাতৃ জুয়েলার্স (স্বত্ত্বাধিকারি-বিকাশ চন্দ্র স্বর্ণকার), রোজবা জুয়েলার্স (স্বত্ত্বাধিকারি মোঃ ফেরদৌস) ও বেবি জুয়েলার্স (স্বত্ত্বাধিকারি- শ্রী বিভীষণ)।

জানাযায়, কর্তব্যরত নৈশ প্রহরী রবিউল ইসলামকে মারপিট করে পার্শ্ববর্তি সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে ফেলে রেখে ওই জুয়েলার্সগুলোর তালা কেটে ৬ ভরি সোনা, ৫৫ ভরি রুপা ও নগদ ১৫০০ টাকা চুরি করে নেয় সংঘবদ্ধ চোর চক্রটি।

শনিবার ভোরে পথচারিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নৈশ প্রহরীকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে আহত নৈশ প্রহরীকে উদ্ধার করে সোনাতলা হাসপাতালে প্রেরণ করে। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার, তানভীর হাসান ও সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।

এ ব্যাপারে সোনাতলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি তরিকুল ইসলাম জানান, ‘জুয়েলার্সে চুরির ঘটনায় আমরা চরম নিরাপত্তাহনিতার মধ্যে রয়েছি। এর আগে কখনো সোনাতলায় একসাথে এভাবে ৪টি দোকান চুরি হয়। ,

এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, আমাদের চোরচক্রকে ধরতে সবধরণের প্রচেষ্টা অব্যাহত আছে। স্থানীয় জুয়েলার্স
ব্যাবসায়ী ও সাধারন ব্যাবসায়ীরা দূততার সহিত এই চোর চক্রকে ধরে প্রয়োজনীয় ব্যাবস্থার জোরদাবি করেছে।

আপনার মতামত লিখুন :