সোনাতলায় পল্লি বিদ্যুতের ইলেকট্রিসিয়ানের কান্ড চা ছুড়ে দিল পাওয়ানা দারের মূখে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:00 PM, 16 March 2017

স্টাপ রিপোটারঃ বিদ্যুতের মিটার সংযোগের জন্য দেওয়া টাকা ফেরত চাইলে সোনাতলা পল্লি বিদ্যুতের রেজিষ্টেশন কৃত ইলেকট্রিসিয়ান শাকিল চা ছুড়ে দিয়েছে পাওনাদারের মূখে। প্রায় তিন বছর আগে সোনাতলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কানুপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে বিদ্যূতের মিস্তি ইমান আলী রিমু উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিন আটকরিয়া গ্রামের ইউনুস আলী নামে এক গ্রাহকের বসতবাড়ীতে বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য মিটার বাবদ ২ হাজার টাকা ইলেকট্রিসিয়ান শাকিলকে দেয়। পরবর্ত্তীতে এক বছর অতিবাহিত হওয়ায় তার পরেও সংযোগ না পেয়ে ওই গ্রাহক ইমান আলীকে আটকিয়ে রেখে তার দেওয়া ২হাজার টাকা নিয়ে নেয়। এরপর ইমান আলী শাকিলের কাছে থেকে তার দেওয়া ও বিভিন্ন সময়ের কাজের বকেয়া টাকা চাইলে শাকিল তালবাহানা করে সময় ক্ষেপন করে। এরই একপর্যায়ে বুধবার সন্ধায় বোচার পুকুর এলাকায় শাকিল কে স্থানীয় তাজুলের চায়ের দোকানে চা খেতে দেখে সে তার পাওয়া টাকা চায়। এসময় শাকিল উক্তেজিত হয়ে হাতে থাকা গরম চা ইমান আলীর মূখে ছুড়ে দেয় এতে ইমান আলীর ডান পার্শের কান,গলা ও বা -হাতের বৃদ্ধা আঙ্গুলসহ তিনটি আঙ্গুল ও হাতের পিট ঝলসে যায়। এসময় স্থানীয় লোকজন এসে ইমান আলী কে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ ভর্তি করে । পরে স্থানীয় ভাবে বিসয়টি মিমাংসার চেষ্টা চলে

আপনার মতামত লিখুন :