সোনাতলায় পাট চাষিদের কর্মশালা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:07 AM, 18 March 2017

সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে বগুড়া সোনাতলা উপজেলার অডিটরিয়ামে পাট অধিদপ্তরের আয়োজনে আধুনিক পদ্ধতিতে উফশী পাট চাষ পদ্ধতি পাটের উন্নত জাক প্রদান ও রিবোন রেটিং পদ্ধতিতে পাটের গেডিং শ্রেনী, বিন্যাস এবং নাবী পদ্ধতিতে তোষাপাট বীজ উৎপাদন বিষয়ক দিন ব্যাপী পাটচাসীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের উপ-পরিচালক ডা.মোহাম্মদ জহুরুল হুদা,অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের হিসাব রক্ষা কর্মকতা মোঃ সোলেয়মান .সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন সরদার প্রমূখ।

আপনার মতামত লিখুন :