সোনাতলায় পৌরসভা কর্মকর্তা কর্মচারীগণের পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:57 PM, 01 July 2019

সোনাতলা, বগুড়া প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বগুড়া সোনাতলা
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগনের পূর্ণ দিবস কর্মবিরতী
কর্মসূচী পালিত হয়েছে। দীর্ঘদিন থেকে নিয়মিত বেতন-ভাতা না
পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য
২০১৭ সাল থেকে তারা বিভিন্নভাবে স্থানীয় সরকার কর্তৃপক্ষ তথা
সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছেন। ইতিপূর্বে আবেদন,
স্মারকলিপি প্রদান সহ কর্মবিরতি ও গত বছর ঢাকায় মহাসমাবেশ করে
সরকারের নিকট রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার
দাবী জানিয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও কোন সুরাহা না হওয়ায় আবারও
তারা আন্দোলনে নেমেছেন। আজ ১ জুলাই হতে ২ জুলাই একটানা
কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন
এর ডাকে সারা দেশের মত বগুড়ার সোনাতলা পৌরসভার কর্মকর্তা-
কর্মচারীরা। সোনাতলা পৌরসভার সচিব শাহজাহান আলম জানিয়েছেন
বর্তমানে দেশের ৩২৮ টি পৌরসভার মধ্যে ৯০% পৌরসভার বর্তমানে
নিয়মিত বেতন-ভাতা প্রদানের সক্ষমতা না থাকায় পৌরসভা ভেদে ২ থেকে
৫০ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রয়েছে। এমনকি চাকুরী শেষে তাদের
পেনশন সুবিধা না থাকায় শেষ জীবনে চরম দুর্ভোগের শিকার হন।
এমতাবস্থায় তারা একান্ত নিরুপায় ও বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন
তাদের মৌলিক ও মানবিক অধিকারের জন্য। তিনি আরও বলেন, যখন
মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় দেশে প্রতিটি সেক্টরে ব্যাপক
উন্নয়ন সাধিত হয়েছে, দারিদ্রতা ব্যাপক হ্রাস পেয়েছে, মাথাপিছুআয় বৃদ্ধি পেয়েছে, দেশ মধ্যম আয়ের দ্বারপ্রান্তে উপনিত হয়েছে,
তখন দেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার ও সবচেয়ে বেশি নাগরিক
সেবাদানকারী প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা চরমভাবে
বঞ্চিত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌরসভার সুযোগ্য
মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, তিনি পৌর
কর্মকর্তা/কর্মচারীদের দাবির একাত্তা ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন প্যানেল মেয়র তাহেরুল ইসলাম সরকার, কাউন্সিলর জনাব নিপুন
আনোয়ার কাজল, জহুরুল ইসলাম শেফা, পৌরসভার সার্ভিস
এসোসিয়েশন সভাপতি নুরুল ইসলাম পান্নু ও সাধারণ সম্পাদক
রুহুল আমিন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :