সোনাতলায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের প্রতিবাদ সভা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:30 PM, 05 November 2015

সংবাদ আজকাল ঃ কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন গ্রেডে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলায় ইউএনও’র কর্তৃত্ব বাতিল,আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন,নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরণের প্রেষণ বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে ৫ নবেম্বর দুপুর ১২টায় সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে।
ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দীন সরদার, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ওয়ালিউর রহমান, সমাজ সেবা অফিসার সামিউল ইসলাম, পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক, মেডিক্যাল অফিসার ডা. নাদিয়া, সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলমঙ্গীর,প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রশীদ। নেতৃবৃন্দ দেশ ও জাতির বৃহত্তর স¦ার্থে,বৈষম্য নিরসনকল্পে বেতন গ্রেডে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলায় প্রশাসনিক কাজে ইউএনও’র একক কর্তৃত্ব বাতিল, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরণের প্রেষণ বাতিল , সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবী জানান।

আপনার মতামত লিখুন :