সোনাতলায় ফরম ফিলাপের টাকা নিয়ে মাদ্রাসায় সুপার লাঞ্চিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:48 PM, 20 December 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা উপজেলা মধ্যদিঘল কান্দি আব্দুল বাছেদ দাখিল মাদ্রাসা ফরম ফিলাপের টাকা নিয়ে অভিভাবকের হাতে সুপার লাঞ্চিত হয়েছে। জানা যায় সোমবার সকালে ওই প্রতিষ্ঠানের ছাত্রী মোছাঃ জান্নাতুন নাইমের অভিভাবক আব্দুর রশিদ মেয়ের ফরম ফিলাপের জন্য মাদ্রাসার সুপারের কাছে গেলে সুপার বজলুরর রহমান ১৭শত টাকা চায় এ সময় আব্দুর রশিদ তাকে ১৫শত টাকা দিতে চাইলে তা নিতে অস্কীকার করেন সুপার বজলুরর এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটা-কাটির একপর্যায়ে ধস্তা-ধস্তি ঘটে। এব্যপারে ছাত্রীর অভিভাবক আব্দুর রশিদ ও ওই প্রতিষ্ঠানের জমিদাতা আনসারী জানান, সুপার অন্যান্য ছাত্র-ছাত্রীর কাছে থেকে ফরম ফিলাপের জন্য ১৫ শত টাকা নিলেও আমাদের কাছ থেকে তা না নিয়ে অসৎ আচরণ করেন। এঘটনায় বিবরণ জানতে গিয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, সুপারের নিজের খেলায়-খুশি মত মাদ্রাসা পরিচালনা করে আসছেন। এ বিষয়ে সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি সোনাতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান।

আপনার মতামত লিখুন :