সোনাতলায় বন্যা কবলিত মানুষের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করলেন- আব্দুল মান্নান এমপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:22 PM, 16 July 2019

ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার সোনাতলা উপজেলার ২টি ইউনিয়নের নি¤œ অঞ্চলগুলি বন্যায় কবলিত হয়েছে। প্রায় ৪হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। ১৬টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে। এ দুটি ইউনিয়নে সকল বন্যার্ত মানুষের মাঝে গতকাল বিকাল ৩টায় পাকুল্লা ইউনিয়নের মির্জাপুর ও তেকানী চুকাইনগর ইউনিয়নের মহেষপাড়া এলাকায় শুকনা খাবার ও চাল বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য জননেতা জনাব আব্দুল মান্নান। এ সময় সঙ্গে ছিলেন, জেলা পরিষদ সদস্য ও সারিযাকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী, সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, অফিসার ইনচার্জ আব্দুল আল মাসউদ চৌধুরী, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মাস্টার, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী শান্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। এ সময় শুকনা খাবার হিসেবে ৩শত জনের মাঝে চিড়া, গুড়, মুড়ি, ম্যাচ, মোমবাতি ও ৬শ টি পরিবারের মাঝে ১৫ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উদ্যোগে ৪টি স্থানে ক্যাম্পেইন দিয়ে বন্যার্র্তদের স্বাস্থ্যসেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে গরু-ছাগলের চিকিৎসা সেবা প্রদান করছেন। বাঁধের উপর আশ্রয় নেওয়া বান ভাসি মানুষদের ডাকাতের আক্রমণ থেকে রক্ষার জন্য সোনাতলা পুলিশকে রাত্রিকালীন টহল জোরদার করার নির্দেশ দেন আব্দুল মান্নান এমপি।

আপনার মতামত লিখুন :