সোনাতলায় বাল্যবিবাহ ও মাদকমুক্ত করার লক্ষে মতবিনিময় সভা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:47 PM, 03 March 2016

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার মধুপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত করার লক্ষে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ও সোনাতলা উপজেলা প্রশাসন,মধুপুর ইউনিয়ন পরিষদ,এফ এইচ এ্যাসোসিয়েশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলার হরিখালী এফ এইচ এ্যাসোসিয়েশন কার্যালয় চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক সাইফুল আলম, এসআই শহিদুল ইসলাম,প্লান বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাদেকা বেগম,মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মন্ডল, হরিখালী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম,মধুপুর ইউপি’র চেয়ারম্যান প্রার্থী অসীম কুমার জৈন নতুন। বক্তব্য রাখেন হরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ,হরিখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুনুর রশীদ,এফ এইচ এ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর ঝরনা খাতুনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। মতবিনিময় সভায় মধুপুর ইউনিয়নকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন করতে দৃঢ় প্রত্যয় ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :