সোনাতলায় বিভিন্ন মামলায় ১১ জন কে আটক করে জেল হাজতে প্রেরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:24 PM, 20 May 2019

সংবাদ আজকাল ডেক্সঃ

বগুড়া সোনাতলা সদর ইউনিয়নের আড়িয়া চক নন্দন গ্রামে ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্কুল পড়–য়া ছাত্র স্মরন নিহতের ঘটনা মামলায় ২৫জন কে প্রধান আসামী করে আরও অজ্ঞত নামা ১০ জন উল্লেখ করে মামলা দায়ের হয়। সোনাতলা থানার মামলা নাম্বার ১৩, তরিখ ১৯-০৫-২০১৯ ইং। এ দিকে ওই দিনে স্মরনের নিহত হওয়ার খবর পেয়েই সোনাতলা থানা পুলিশ ৫জনকে আটক করে। আটককৃত আসামীরা হলো যথাক্রমে, ১. সৈকত আলী (২০), পিতা- আমিরুল, ২. কহিনুর বেগম(৪০), স্বামী- সাবু মন্ডল, ৩. রেজাউল করিম(৫৫), পিতা- মৃতঃ গোলাম হেসেন মন্ডল, ৪. মেরিনা বেগম(৪৫), স্বামী- আবেদ আলী, ৫. আমিরুল ইসলাম(৪৫), পিতা- মৃতঃ সামাদ আলী। এছাড়াও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা হাসপাতাল রোড থেকে ২জন মাদক ব্যবসায়ীকে ২গ্রাম ওজনের ২০পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হল, উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামের ফিটবাবু মন্ডলের ছেলে শিপন মন্ডল ও ওয়াহেদ আলীর ছেলে রুহুল আমিন তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের ৩৬(১) ৮ এর “ক” মামলা নাম্বার ১২/৮৫ দায়ের করে এসএই জহুরুল ইসলাম এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত চার আসামীকে গ্রেফতার করে জেল প্রিজন ভ্যানে করে জেল হাজতে পাঠিয়েছে সোনাতলা থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :