সোনাতলায় বয়ড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:58 PM, 20 April 2019

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলা উপজেলার বয়ড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে উন্মুক্ত বোর্ডের এইচএসসি ‘মার্কেটিং নীতি প্রয়োগ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬০৯জন, অনুউপস্থিত ৬জন, এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫৬৪জন, এবং অনিয়মিত পরীক্ষার্থী ৪৫ জন পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ ,শৃঙ্খলা ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ওপর দিকে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন , দুই পা পঙ্গুত প্রতিবন্ধি উপজেলার দক্ষিণ বয়ড়া গ্রামের ভগলু মিয়ার ছেলে রতন মিয়া। তিনি জানাযায়, জন্মগত ভাবেই রতন তার দুই পা পঙ্গু নিয়ে জীবন যুদ্ধে ছোট থেকে বেড়ে উঠেছেন, বাবা-মার বোঝা না হয়ে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনের সফলতা অর্জনে রতন ছোট বেলা থেকেই লেখাপড়ায় বেশ মনোযোগী ছিলেন, তারই ধারা বাহিকতায় রতন এবার বয়ড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে উন্মুক্ত বোর্ডের এইচ এসসি পরিক্ষা দিচ্ছেন, রতন আরও জানায় ,পরীক্ষা সবগুলি ভালো হয়েছে, আশা রাখছেন রেজাল্টও ভাল হবে। তার ইচ্ছা লেখাপড়া করে সমাজের জন্য কিছু করা। মানুষের ইচ্ছা শক্তি থাকলে তার কর্মক্ষেত্রে যে কোন কিছু বাধা হয়না, তারই দৃষ্টান্ত করে চলছেন প্রতিবন্ধি রতন।

আপনার মতামত লিখুন :