সোনাতলায় মিথ্যা মামলার অভিযোগে ব্যবসীর সংবাদ সম্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:49 PM, 06 March 2019

সংবাদ আজকালআব্দুর রাজ্জাক স্টাফ রির্পোটারঃ আজ বগুড়া সোনাতলায় অস্থায়ী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের মৃত আব্দুল মান্নান সরকারের পুত্র হেলাল উদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে বলেন,গত ২৬/১১/২০১৮ইং তারিখে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ বগুড়ায়, সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের মো: ফজলুল করিম বাবুল বাদী হয়ে, আমাকে জড়িয়ে মামলা দায়ের করে। মামলায় আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে- আমি সৌদি আরবসহ বিভিন্ন দেশে লোক পাঠাই, সেই সূত্রে ফজলুল করিম বাবুলের নিকট থেকে গত ৫/১/১৮ তারিখে ৬ লাখ, ৫০ হাজার টাকা গ্রহণ করি এবং ৯০ দিনের ভিসা দিয়ে তাকে সৌদি আরবে পাঠাই। মামলায় আরও উল্লেখ রয়েছে যে আমি ওই ব্যক্তির পরিবারের কাছ থেকে আরও টাকা দাবী করি। প্রকৃতপক্ষে আমি কখনোই বিদেশে লোক পাঠাইনি, কোন ট্রাভেল এজেন্সির সাথে বা লোক পাঠানোর মতো কর্মকান্ডে জড়িত নই। আমি দীর্ঘ ১৫ বছর আগে গত ০১/০৪/২০০৩ সালে সৌদি আরব যাই। সেখানে কর্মকাল শেষে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর দেশে ফিরি। বর্তমানে আমি ব্যবসা-বাণিজ্য করছি। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে ফজলুল করিম বাবুল মিথ্যা তথ্য প্রদান করে আমার নামে মামলাটি করেছে। মামলার তদন্তকালে কোন পুলিশ কর্মকর্তা আমার নিকট যায় নাই। আমি এই মিথ্যা মামলা ও তদন্ত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :