সোনাতলায় সরকারী ইজারাকৃত পারবাইশা বিলের সীমানা নির্ধারণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:13 PM, 18 June 2019

আব্দুর রাজ্জাক.স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সোনাতলা উপজেলা দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া মৌজার পারবাইশা বিলের সরকারী ভাবে ইজারা প্রদান করা সম্পত্তির সীমানা নির্ধারণ করে লাল ফ্লাগ বসানো হয়েছে। ওই বিলের সরকারী খাস মোট সম্পত্তি ৪২ একর ২৮ শতাংশের মধ্যে ২৭ একর ৪০ শতাংশ জমি ১৪২৪-১৪২৬ বঙ্গাব্দ পর্যন্ত তিন বছরের জন্য ১ লক্ষ ২২ হাজার ৪ শত টাকায় কলোজদহ মৎস্য সমবায় সমিতি ইজারা নেয়। গতকাল উপজেলার দিগদইড় ইউনিয়নের পাঠানপাড়া মৌজার পারবাইশা বিলের জলাশয়ের সরকারীভাবে ইজারা দেওয়া সম্পত্তি উপজেলা ভুমি অফিস কর্তৃক কলোজদহ মৎস্য সমবায় সমিতির পক্ষে ওই সমিতির সাধারণ সম্পাদক শ্রী বিমল চন্দ্র প্রামানিককে মাফ জোখের মাধ্যমে সীমনা নির্ধারণ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আব্দুল খালেক, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামিম, ইউপি সদস্য লুৎফর রহমান শিবলু, দিগদাইর ইউনিয়নের ভুমি অফিসের সহকারী কর্মকর্তা রফিক রেজা, ভুমি অফিসের চেইনম্যান জাহিদুর রহমান, মতিয়ার রহমান এবং ওই সমিতির সদস্যরা। ঘটনাস্থানে গিয়ে জানাযায় ওই বিলের সম্পত্তি নিয়ে পাঠানপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে একাধিক মামলা মোর্কদ্দমা রয়েছে। বিলের সম্পত্তি সীমানা নির্ধারণের সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে সোনাতলা থানার এসআই আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, এএসআই মাসুদ রানা, নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। শেষে ওই বিলে বিভিন্ন জাতের ১৫ মণ পোনা মাছ ছেড়ে দেয় কলোজদহ মৎস্য সমবায় সমিতি।

আপনার মতামত লিখুন :