সোনাতলায় সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় শুরু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:58 PM, 25 May 2019

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সোনাতলা উপজেলার জাহানাবাদ,
বালুয়াহাট, রশিদপুর ও হরিখালিসহ বিভিন্ন গ্রাম থেকে বোরো মৌসুমে
সরকারী ভাবে ধান ক্রয়ের করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুদজ্জামান
লীটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরাসরি কৃষকের নিকট থেকে
ধান ক্রয় করেন। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
শফিকুর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, কৃষি অফিসার মাসুদ
আহমেদ, খাদ্য পরিদর্শক আজিজুল ইসলাম, ফেরদৌস আলম বারি, বালুয়া ইউপি
চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন
নতুন, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম
বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি ফিদা হাসান খান টিটো,সাধারণ সম্পাদক
ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি শাহনেওয়াজ তালুকদার
বাবু, যুগ্ন-আহবায়ক শামীম রাব্বি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল
হাসান রতন প্রমুখ। উলে-খ্য যে এবার সোনাতলায় ৩,শ ৪ মেঃ টন ধান ক্রয় করবে
সরকার।

আপনার মতামত লিখুন :