সোনাতলায় ৩ পরীক্ষার্থী বহিস্কার ও ৩ জনের ভ্রাম্যমান আদালতে জরিমানা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:29 PM, 09 February 2016

সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ মঙ্গলবারে অনুষ্ঠিত এসএসসি’র ইংরেজী ২য় পত্র পরীক্ষার দিন অসদুপায় অবলম্বনের দায়ে সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র হতে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান।অপরদিকে পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে পুলিশ হাতে নাতে আটক করেছে গোবিন্দগঞ্জ উপজেলার নিয়ামতের বাইগুনী গ্রামের আশরাফ আলীর পুত্র তোহা হোসেন ও সোনাতলা উপজেলার বিশুরপাড়া গ্রামের মিঠু মিয়ার পুত্র মেজবাউল হক মিঠুকে।তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুর রহমান প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ জরিমানা করেন এছাড়াও একই আদালত মোবাইলে ম্যাসেজ গ্রহণ করায় বহিস্কৃত ছাত্র সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের গোলজার রহমানের পুত্র মহসীনকে ২ হাজার টাকা জরিমানা করেন।

আপনার মতামত লিখুন :