সোনাতলায় ৬ জুয়ারীর ভ্রাম্যমানে ১২শত টাকা জরিমানা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:50 PM, 15 March 2019


রিমন আহম্মেদ বিকাশ (স্টাফ রিপোর্টার) ঃ বগুড়ার সোনাতলায় জুয়া খেলার দায়ে ৬ জুয়ারীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালদ। গত বৃহস্পতিবার দিবাগত রাত্রি ১০টায় উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে সোনাতলা থানা এসআই একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই জুয়ারীগনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার কৃতরা হলেন ১। মৃত-আফছার আলীর পুত্র এরশাদ আলী ২। মৃত-বকো মিয়ার পুত্র ফকির প্রাং ৩। মফিজ উদ্দিনের পুত্র সোহেল রানা ৪। আব্দুস কুদ্দুসের পুত্র মজনু প্রাং ৫। এবাদ আলীর পুত্র লেটন মন্ডল ও ৬। মৃত- নয়া মিয়ার পুত্র সিরাজুল ইসলাম,সবার গ্রাম রাধাকান্তপুর। পরের দিন শুক্রবার এসআই নিরঞ্জন রায় আসামীগনকে দুপুর ১২টার সময় নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট শফিকুর আলমের অফিসে হাজির করেন। নির্বাহী মেজিস্ট্রেট ভ্রাম্যমান আদালদ বসিয়ে প্রত্যেককে ২০০(দুই শত) টাকা করে জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়। এ ব্যাপারে সোনাতলা থানা এসআই নিরঞ্জন রায় জানান,গোপন সংবাদের ভিত্তিতে টাকা দিয়ে তাস খেলার দায়ে আসামীগনকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মোবাইল ফোনে নির্বাহী অফিসার শফিকুর আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান ১৮৬০ সালের বঙ্গীয় জুয়া আইনে প্রত্যেককে ২০০(দুই শত) টাকা করে মোট ১২০০(বারো শত) টাকা জরিমানা করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন :