সোনাতলা উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:48 PM, 17 December 2015

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি,শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরন,মুক্তিযোদ্ধা সংবর্ধনা, রক্তের গ্রæপ নির্ণয়, ফানুস ওড়ানো,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। ওইদিন সকালে সোনাতলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার হাবিবুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব। দুপুরে পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, থানা অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব, সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল,আওয়ামীলীগ নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন সরদার,মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন ও ছানাউল ইসলাম রিজু। শহীদ মিনার প্রঙ্গনে রক্তের গ্রপ নির্নয় ও ফানুস ওড়ানো কর্মসূচি পালন করে দি অলটারনেটিভ ইয়্যুথ ফোরাম। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, সোনাতলা থিয়েটার ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর পরিবেশনায় নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন :