সোনাতলা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তর করা হবে, বাজেট ঘোষনায় মেয়র নান্নু

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  01:17 PM, 17 June 2020

সাংবাদ আজকাল ডেস্কঃ সোমবার সকালে সোনাতলা পৌর হলরুমে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়। পৌরসভাটি অধুনিক পৌরসভায় রুপান্তর করতে এবারের বাজেটে মোট ১৩ কোটি ২৮ লক্ষ ৪৫ হাজার ৩২৭ টাকা বাজেট ঘোষনা করা হয়।

এতে মোট রাজস্ব আয় দেখানো হয় ২ কোটি ১৩ লক্ষ ৪৫ হাজার ৩২৭ টাকা ৩৩পয়সা। মোট রাজস্ব ব্যায় ১ কোটি ৯৮ লক্ষ টাকা, মোট উন্নয়ন আয় ১১ কোটি ১৫ লক্ষ টাকা। সর্বমোট আয় ১৩ কোটি ২৮ লক্ষ ৪৫ হাজার ৩২৭টাকা ৩৩ পয়সা। সর্বমোট ব্যায় ১৩ কোটি ১৩ লক্ষ টাকা।

প্রস্তাবিত বাজেট উদ্বৃত্ত ১৫ লক্ষ ৪৫ হাজার ৩২৭ টাকা ৩৩ পয়সা ঘোষনা করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর তাহেরুল ইসলাম, নিপুন আনোয়ার কাজল সহ সকল কাউন্সিলর, পৌর সচিব শাজাহান আলম, উপ- সহকারী প্রকৌশলী আমিনুল রহমান, হিসাব রক্ষক ও পৌর সার্ভিস এ্যসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম পান্না, সাধারন সম্পাদক রুহুল আমিন রাজু প্রমূখ।

আপনার মতামত লিখুন :