সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রারাসার উদ্দ্যেগে গণহত্যা দিবস পালিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:50 PM, 25 March 2017

সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ গতকাল শনিবার সকালে বগুড়া সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রারাসার উদ্দ্যেগে স্মৃতিবাহী ২৫ মার্চ। পালিত হয়েছে। অনুষ্ঠানে অত্র মাদ্রারাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.শাহ জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ,নব নিযুক্ত অত্র মাদ্রারাসার গভনিং বডির সভাপতি নবিন আনোয়ার কমরেড। তিনি তার বক্তব্যে বলেন, ২৫ শে র্মাচ ১৯৭১ মানব ইতিহাসে এক নৃশংস,ভয়ঙ্কর কালো রাত্রি বাঙালী জাতির এক কলঙ্কিত দিন। এ দিন ১৯৭১ সালে মধ্যে রাতে পাকিস্থানী হানাদার বাহিনী তাদের পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালীর উপর হামলা চালায়। এ দিন কখনো বাঙালী জাতি ভুলবেনা ভ‚লতে পারেনা। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,গভনিং বডির সদস্য তরিকুল ইসলাম,ড.নুরে আলম সিদ্দিকী সত্য,শিক্ষক শাজাহান কাজী বাদশা,বাবুল,হাসানুজ্জামান,আনোয়ার হোসেন , আব্দুর রাজ্জাক প্রমূখ । শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত , দেশ ও জাতীর জন্য দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :