সড়ক দূর্ঘটনারোধে বলিষ্ঠ নেতৃত্বের জন্য নিসচা শিবগঞ্জ শাখাকে শ্রেষ্ঠ সংগঠনের বিশেষ সম্মাননা প্রদান

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:41 PM, 09 April 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সড়ককে নিরাপদ করার ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সকলকে নিয়ে নিজ এলাকায় আন্তরিকতার সাথে বছরব্যাপী সড়ক দূর্ঘটনারোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরুপ নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ শাখাকে শ্রেষ্ঠ সংগঠনের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ৮ম মহাসমাবেশে উপস্থিত অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন নিসচা শিবগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা। এ সময় সাথে ছিলেন নিসচা শিবগঞ্জ শাখার অন্যতম সদস্য সাংবাদিক রবিউল ইসলাম রবি, সোহেল রানাসহ অন্যান্যে সদস্যবৃন্দ। যদি চাও উন্নয়ন, কর নিরাপদ সড়ক বাস্তবায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের নিসচা যোদ্ধাদের অংশগ্রহনে শনিবার (৬ এপ্রিল ২০১৯) কাজী বশির উদ্দিন হল, মহানগর নাট্যমঞ্চ , গুলিস্থানে দিনব্যাপী আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইস্পাত কঠিন ঐক্যে আমরা সড়ক দুর্ঘটনা নিরসনে বদ্ধপরিকর। সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন। নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৮ম মহাসমাবেশ ২০১৯ উপলক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, অনুষ্ঠানের উদ্বোধন করেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: হারুন অর রশিদ সিআইপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ আলম দীপেন, মহাসচিব সৈয়দ এহসান-উল-হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, লায়ন গনি মিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেনসহ প্রমুখ। উক্ত বিশেষ সম্মাননার জন্য শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নিসচা শিবগঞ্জকে শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :