গাইবান্ধার সাঘাটা জুমারবাড়ীতে “উলামা ফাউন্ডেশন”র আত্বপ্রকাশ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:41 AM, 01 November 2020

দল, মত, মতভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সহাবস্থান নিশ্চত করতে এবং সম্মিলিত ভাবে ব্যক্তি, পরিবার ও সমাজ সংস্কারে ভুমিকা রাখতে একটি অরাজনৈতিক, সামাজিক সংগঠনের আত্বপ্রকাশ ঘটে গাইবান্ধা জেলার, সাঘাটা উপজেলার, জুমারবাড়ী ইউনিয়নে।

মাও ফজলুর রহমান এর সভাপতিত্বে, জুমারবাড়ী বাজার বড় মসজিদে ৩০/১০/২০ শুক্রবার, বেলা ৩টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত চলা এক দির্ঘ সভায়, প্রধান নির্বাচন কমিশনার, জাঙ্গালিয়া দাখিল মাদরাসার সুপার মাও জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের এক চৌকশ নির্বাচন কমিশন, সকল সদস্যদের মধ্য থেকে গোপন ভোটের মাধ্যমে এক অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেন।

নিরপেক্ষ এই নির্বাচনের মাধ্যমে আগামি দুই বছরের জন্য “উলামা ফাউন্ডেশন”র সভাপতি ও সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হন যথাক্রমে, হাফেজ মাও মাসুদুর রহমান মাদানি এবং গোলাম রব্বাণী রোমান।

১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাও ইমাম হোসাইন, সহ-সাধারন সম্পাদক মাও আবু বকর, কোষাধ্যক্ষ মাও শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মাও মাফুজুর রহমান, প্রচার সম্পাদক মাও আব্দুল্লাহ, পাঠাগার সম্পাদক মাও তোজাম্মেল, সাংস্কৃতি সম্পাদক মাও শাহাদাৎ হোসেন, মিডিয়া সম্পাদক মাও ফরিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাও আব্দুন নূর, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাও আনিছুর রহমান, সদস্য মাও শহিদুল্লাহ, মাও হাফেজ হাসান, মাও নূর আলম এবং মাও রেজাউল করিম প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :