SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:18 PM, 14 June 2016

গাবতলীতে নবনির্বাচিত ইউপি

সদসদের শপথ গ্রহণ

আতাউর রহমান!!গাবতলী (বগুড়া)থেকে ঃ বগুড়ার গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে শপথবাক্য পাঠ করান ইউএনও মুহাঃ আহসান হাবিব। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান, থানার ওসি শাহিদ মাহমুদ খান, ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, মাহবুবুর রহমান, সাইফুল, তপন প্রমূখ। এ সময় রাকাব অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহমুদুল আলম, উপজেলা পুষ্টিবিদ মফিদুলসহ ১১টি ইউনিয়নের সকল সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাষকের কার্যালয়ে গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাষক আশরাফ আলী।

আপনার মতামত লিখুন :