SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:18 PM, 17 June 2016

গাবতলীতে প্রতিবন্ধী বয়স্ক

ও বিধবা ভাতার কার্ড বিতরণ

গাবতলী (বগুড়)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ১৮টি প্রতিবন্ধী, ১২টি বিধবা ও ৩১টি বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করেন পৌর মেয়র সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মতিউর রহমান মতি, তাজুল ইসলাম, মালেকা বেগম, কাউন্সিলর আঃ জলিল, আফছার আলী মিজু, সোহেল রানা, জাহিদুল ইসলাম জাহিদ, আঞ্জুয়ারা বেগম, মিলি বেগম, বিএনপি নেতা সাজেদুর রহমান মোহন, সজল, যুবদল নেতা আনিছার, স্বেচ্ছাসেবকদল নেতা নূরুল­াহ, শ্রমিকদল নেতা রহেদুল, ছাত্রদল নেতা দৌলত, ওহাব, রতন প্রমূখ।

আপনার মতামত লিখুন :