SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:34 PM, 19 February 2017

ঠাকুরগাঁওয়ে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আরিফুজ্জামান আরিফ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চলমান রয়ছে। এর ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

ঠাকুরগাঁওয়ে রাস্তায় ট্রাক থেকে টোল আদায়কে কেন্দ্র করে ট্রাক শ্রমিক ও মোটর মালিক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি।

এছাড়া দেশের সকল রুটে সরকার নিয়ন্ত্রণাধীন বিআরটিসি বাস চলাচল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছিল। আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যে চাঁদা আদায় করা হতো, সেই সব টাকা ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিক ভাগাভাগি করে নিত। সম্প্রতি ট্রাক শ্রমিককে চাঁদার টাকা কম দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বাস টার্মিনালে গাড়ির চাঁদা আদায় বন্ধ করে দেয়।

পরে ট্রাক শ্রমিক ইউনিয়ন আলাদাভাবে শহরের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাঁদা আদায় শুরু করে। বুধবার সন্ধ্যা ছয়টায় মোটর মালিক সমিতি বাস টার্মিনালের সামনে আবার চাঁদা আদায় শুরু করলে ট্রাক শ্রমিকরা ক্ষুব্ধ হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘর ভেঙে, অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু জানান, জেলা ট্রাক মালিক সমিতির কর্মকান্ডে আমরা এই অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।

আপনার মতামত লিখুন :