SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:57 PM, 01 December 2015

বগুড়া সদর উপজেলা নির্বাহী র্কমকর্তার দ্রুত রোগ
মু্ক্ত কামনা করেছেন মহাস্থান প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান চিকিৎসাধীন অবস্থায় রাফাতুল­াহ কমিউনিটি হাসপাতালের (৩য়) তলা ওয়ার্ডের ২০৬ নং ক্যাবিনে রয়েছেন। তাঁকে দেখতে যান মহাস্থান প্রেস ক্লাবের নেত্ববৃন্দ। এসময় তারা উপজেলা নির্বাহী র্কমকর্তার জন্য মহান আল­ার কাছে দ্রুত রোগ মুক্ত কামনা করে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহামন সাজু, সিনিয়র সহ-সভাপতি শমশের নুর খোকন, সাধারণ সম্পাদক আব্দুল রহিম সাজু, ওবায়দুর রহমান , আনিছুর রহমান মিটু, আব্দুল বারী, আব্দুল হান্নান টগর, ফজলুল হক, সাকিউল ইসলাম সাকিল, সানাউল হক সানা, আব্দুল বাছেত, এস.আই সুমন, আমিনুল ইসলাম, সোহেল রানা, এস.আই সফিক, আজিজুল হক বিপুল, নূরনবী, শহীদুল ইসলাম স্বপন, সদস্য আবু সাইদ, সাফায়াত জামিল সজল, মাষ্টার নুর আলম প্রমূখ।

আপনার মতামত লিখুন :