SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:19 PM, 14 June 2019

বগুড়া সদর প্রতিনিধিঃ
শুক্রবার সকল ১১ টায় বগুড়া সদরের বৃন্দাবন পাড়া ফাইভ ষ্টার
ক্লাবের আয়োজনে ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও
শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অত্র ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুমনের
সার্বিক সহযোগীতায় শোভাযাত্রাটি ক্লাব প্রাঙ্গন
থেকে শুরু হয়ে বৃন্দাবন পাড়া ও শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে ক্লাবে এসে শেষ হয়। শোভা যাত্রার নেতৃত্ব
দেন ফাইভ ষ্টার ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ
সুমন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কবির
উদ্দিন খলিফা, প্রচার সম্পাদক সৌরভ হাসান, জেলা রক্তদান
সংগঠনের সাধারণ সম্পাদক আদম, ক্লাবের বেলাল উদ্দিন,
সুমন, নাজমুল, সামিউল, আলহাজ্ব শাফি আহমেদ,
সাজ্জাদ আলম শুভ, জয়, আপেল মাহমুদ, খাদেমুল, তুহিন,
তৈয়ব, মহিদুল, ঝিলিক, বকুল সহ ক্লাবের অন্যান্য সদস্য
বৃন্দ। ক্লাবের আয়োজনে বিকালে এক প্রিতি ফুটবল
খেলা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :