গাবতলীতে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাঃ আহসান হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, অধ্যক্ষ রেজাউল বারী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমূখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।