সোনাতলায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সোনাতলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আব্দুল মান্নান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৩ টায় সোনাতলা ষ্টেডিয়াম মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সোনাতলা সদর ইউনিয়ন ও পাকুল্লা ইউনিয়ন একাদশ অংশগ্রহন করে। খেলায় সোনাতলা সদর ইউনিয়ন এক শুন্য গোলে পাকুল্লা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান,কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের,উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নিপুন আনোয়ার কাজল,সদর ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ। খেলাটি পরিচালনা করেন,বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের শরীরর্চ্চা শিক্ষক শাহিনুর ইসলাম। উল্লেখ্য আজ বুধবার বিকেল তিন টায় একই মাঠে জোড়গাছা ইউনিয়ন একাদশ ও তেকানী চুকাইনগর ইউনিয়ন একাদশের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।