আজকের প্রতিযোগিরায় আগামী দিনে বহি:বিশ্বে দেশের সুনাম বয়ে আনবে ….. জেলা প্রশাসক বগুড়া

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:13 PM, 31 January 2016

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান মরহুমা আালেয়া জলিল বালিকা হাফেজিয়া মাদ্রাসা হাম নাত, কবিতা আবৃত্তি ও ইসলামীক গানে বগুড়ার জেলার শীর্ষ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম।

রবিবার সকালে বগুড়ার ইসলামিক স্টাডিজ গ্র“পের উদ্দ্যোগে কার্যনির্বাহীর কমিটির ৩য় সভা ইসলামের সাংস্কৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দিন। তিনি বলেন, আজকের প্রতিযোগিরায় আগামী দিনে বহি বিশ্বে দেশের সুনাম বহে আনবে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফজলুল বারী তালুকদার বেলাল।র্শীষ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মহাস্থান মরহুমা আলেয়া জলিল বালিকা হাফেজিয়া মাদ্রাসা অন্যতম এ মাদ্রাসা হইতে পাঁচ জন প্রতিযোগি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। পুরষ্কার গ্রহন কালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহ্াজ্ব আব্দুল জলিল সহ বিভিন্ন বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যে মধে উপস্থিত ছিলেন, আব্দুল খালিক, আব্দুল খালেক, রফিকুল ইমসলাম মুক্তা, আফজাল হোসেন , জয়নাল আবেদন খান, রুহুল আমিন,খলিলুর রহমান, গেল্মা আজম, ইসরাফিল হোসেন, গাজী আবু বক্কও, মোস্তাফিজার রহমান, ডা: এনামুল হক, জোয়াদার, হায়দার আলী, আব্দুল কাদের,আশরাফুল ইসলাম, মরহুম আলেয়া জলিল হাফেজিয়া বালিকা মাদ্রাসর মহতামিম হাফেজ মাও: মো: ইন্দ্রিস আলীর আকন্দ, শাহিদুল ইসলাম আজাদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :