আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ যা এক সময় পরিবারের জন্য বিপদের সাথী হয়ে দাড়াবে —আতিকুর রহমান খান
মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বিকালে বগুড়া সদরের ধাওয়াকোলা শ্রমজীবী ষ্টার সমবায় সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক গোকুল ইউপি সদস্য আইয়ুব খান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি আতিকুর রহমান খান আজাদ। তিনি বলেন ছোট ছোট সঞ্চয় আগামী দিনে বড় সঞ্চয় হবে যা এক সময় পরিবারের জন্য বিপদের সাথী হয়ে দাড়াবে।সাধারণ সম্পাদক বলেন আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ ।এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সেলিম খান,শফিকুল ইসলাম,সাদরুল ইসলাম খান,আঃ মোমিন সহ সমিতির সদস্য বৃন্দ।