আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে – ওবায়দুল কাদের
আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাতেও তারা ব্যর্থ হয়ে চোরাবালিতে আটকা পড়েছে। তাই এখন আর কোনো কূল কিনারা না পেয়ে তাদের দলের শীর্ষ রাজনৈতিকরা পদত্যাগের মাধ্যমে বিএনপি থেকে সরে যাচ্ছে। শুক্রবার সকালে জেলার চৌমুহনীতে বেগমগঞ্জ-ফেনী সড়কটি বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্যার নামকরণের ফলক উম্মোচনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘শমসের মবিন চৌধুরীর পদত্যাগ তারই একটি সূচনা। আর শমসের মবিন চৌধুরীর দল থেকে পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশব্যাঞ্জক বহিঃপ্রকাশ। এর আগে বিএনপির প্রথম সারির নেতা হয়েও নাজমুল হুদা বিএনপিতে থাকতে পারেননি।নোয়াখালীবাসীর দুঃখ নোয়াখালী খাল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ চৌমুহনীতে আসলে বুঝা যায় নোয়াখালী খালের কত করুণ পরিণতি। এক সময় খাল ছিল নদীর মতো এখন তা শুকিয়ে নালার মতো হয়ে গেছে। আগামী নভেম্বর মাসে একনেকে নোয়াখালী খাল সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। এছাড়া গ্রামীণ রাস্তারগুলো তার মন্ত্রণালয়ের অধীন না হলেও সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দ্রুত মেরামতের উদ্যোগ নিতে বলেন। এতে কোনো সহযোগিতা প্রয়োজন হলে তিন তা করবেন বলেও জানান।পরে তিনি বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) মহাসড়কটি ২৪ ফুট থেকে ৩০ ফুটে উন্নতিকরণসহ সোনাপুর-জোড়ালগঞ্জ সড়কটির কাজ অতিদ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন।পরে মন্ত্রী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মাহে আলম, নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ।