আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চক্ষু রোগীদের পর্থ প্রদান
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ মানুষ মানুষের জন্য,জিবন জিবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বগুড়া গাবতলী দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গ্রামীন জিসি চক্ষু হাসপাতালে ছানি অপারেশন রোগীদের পর্থ প্রদান ও খোজ কবর নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক মাহমুদুল হাসান শামিম, দি-ব্রিলিয়ান কোচিং সেন্টারের পরিচালক শাহিনুর ইসলাম,সংগঠনের সদস্য গোলাম হাফিজ,ইউসুব আলী,মিজানুর রহমান,আবুল কাশেম, রকি মিয়াসহ গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের ক্যাম্প পরিচালক শফিউল আলম।