আ.লীগ সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে বিএনপি সন্ত্রাসীরা ষড়যন্ত্র চালাচ্ছে – রিপু
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্মসাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে বিএনপির সন্ত্রাসীরা ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা আ.লীগের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে লাহিড়ীপাড়া ইউপির পীরগাছা বন্দর তিনমাথা মোড়ে আ.লীগ আয়োজিত বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ.লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল হান্নান রিপুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলরাজি জুয়েল, সাবেক সাধারন সম্পাদক মাশরাফি হিরো,সরকারী আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আছলাম হোসেন,শহর ছাত্রলীগনেতা আল আমিন,সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকছুদুল আলম সুজন পাইকার,সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক শামীম হোসেন, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল,যুগ্ম সম্পাদক শ্রী উজ্জল চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,থানা আ.লীগনেতা দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ছাত্রলীগনেতা মাকছুদুর রহমান রকি, তোফাজ্জল হোসেন, সাজু মিয়া, শ্রমিকলীগনেতা এমদাদুল হকসহ হাজার হাজার নেতা কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। নেতৃবৃন্দ সকল নেতাকর্মীদের সচ্চর থাকার আহবান এবং জনগনকে কোন ভয়ভীতি না করে আ.লীগের প্রতিক নৌকা মার্কায় ভোট প্রদান ও দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।