ইউটিউব-ফেসবুক মনিটর করতে পুলিশ আইজিপি’র নির্দেশ
অনলাইন ডেস্কঃ সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সরকার ও পুলিশ বাহিনীর প্রদত্ত অনুশাসন মেনে চলার নির্দেশ দেন আইজিপি।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভায় সমাপনী বক্তব্যে আইজিপি এই নির্দেশ দেন। সভায় সব অতিরিক্ত আইজি, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, সব জেলার এসপি, মেট্রোপলিটন এলাকার উপ-কমিশনাররা উপস্থিত ছিলেন।
কোনো নাগরিক যেন সাইবার অপরাধের শিকার না হন সেজন্য ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোরভাবে মনিটর করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
আইজিপি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনায় আমরা দেশ ও জনগণের কল্যাণে দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় দেওয়া হবে না।’