উপজেলা নির্বাচনে কোনো ধরণের অপরাধ অরাজকতা কোথাও বরদাশত করা হবে না -আইজিপি

সংবাদ আজকাল ডেক্সঃ উপজেলা নির্বাচনকে ঘিরে কোনো ধরণের অপরাধ অরাজকতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দেশের বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভালো দাবি করে আইজিপি বলেন, ‘দেশে প্রায় ১৬ কোটি মানুষ। তাদের মধ্যে যেসব অপরাধ হচ্ছে, হওয়ার পরে পুলিশের ভূমিকা কী এবং কী ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বর্তমানে পুলিশের সামনে কোনো চ্যালেঞ্জ নেই। তবে পুলিশ দেশের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সব সময় প্রস্তুত রয়েছে।’ ‘নির্বাচন নিয়ে আমাদের নির্দেশনাগুলো খুব স্পষ্ট। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এই বার্তা সব পুলিশ সদস্যকে জানিয়ে দেওয়া হয়েছে।’ উপজেলা নির্বাচনকে ঘিরে পুলিশের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি, শুক্রবার কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। …..ছবি -সংগৃহীত