ঔক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকা মার্কায় বিজয় হবেই ইনশা আলাহ – রিপু
গাবতলী(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লাহিড়ীপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল হান্নান রিপু বলেছেন ঔক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকা মার্কায় বিজয় হবেই ইনশা আলাহ। তিনি আরো বলেন,আওয়ামীলীগ সরকার দেশের সার্বিক উন্নয়ন পাশাপাশি কৃষিতে অভাবনী সাফল্য অর্জন করেছে, দেশ এখন খাদ্যে সয়ং সম্পুর্ন । এছাড়া বিদ্যুৎ,শিক্ষা খাতসহ প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের প্রতিটি সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলকে ঔক্যবদ্ধ হয়ে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। গতকাল রাতে লাহিড়ীপাড়া ইউপির ৫নং ওয়ার্ডে নির্বাচনী পরামর্শ সভা সমাজসেবক আব্দুল মমিমন টুকুর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, আ.লীগনেতা ছোলেমান আলী,বাদশা সরকার,আমজাদ হোসেন,রফিক প্রাং,এনতাজুল ইসলাম,খেরু মিয়া,খলিলুর রহমান, মুক্তার হোসেন, হারেজ, ছালেক, বাবলু, সুলতান,মিঠা সরদার,এরফান আলী, সূর্য,রনি, মফিজুল ইসলাম ছাত্রলীগনেতা সাজুসহ স্থানীয় আ.লীগ ও ৫নং ওয়ার্ডের ভোটারবৃন্দ। বক্তাগন আসন্ন লাহিড়ীপাড়া ইউপি নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী আজহারুল হান্নান রিপুকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।