গাবতলীতে ইউনিয়ন পরিষদের সেবারমান উন্নয়নে শেয়ারিং মিটিং
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ স্থানীয় সরকারের মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রম সমূহের স্বচ্ছতা, জবাব দিহিতা আনয়ন ও সেবারমান উন্নয়নে গাবতলী উপজেলা’য় শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রামীণ আলো’র আয়োজনে ৯টি ইউনিয়ন পরিষদে জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের লক্ষে উপজেলা ইছামতি হলরুম নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ডিডিএলজি এসএএম নুরুন্নবী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, গ্রামীণ আলো’র নির্বাহী পরিচালক ফেরদৌসী বেগম, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রশাসনের সকল বিভাগ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব, কমিউিনিটি সার্পোট গ্র“প আহবায়ক, সমাজসেবক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতি’র বক্তব্যে ইউএনও মুহাঃ আহসান হাবিব বলেন, জনসাধারনের জীবনমান উন্নয়ন, নারী শিক্ষাসহ নারী উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ ও আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষতা অর্জনের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে এসএএম নুরুন্নবী বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে ইউপি জনপ্রতিনিধিগনকে আরও বেশী আন্তরিকতার সহিত কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানুয়াল অনুযায়ী ওয়ার্ড সভা, পরিকল্পনা সভা, উন্মুক্ত বাজেট সভা বাস্তবায়ন ও ইউপির স্থায়ী কমিটি সক্রিয় করণের মাধ্যমে কাজ করতে হবে। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনে’র অর্থায়নে সোস্যাল এ্যানগেজমেন্ট ফর বাজেটারী একাউন্টেবিলিটি (সেবা) প্রকল্পের আওতায় গ্রামীণ আলো সংস্থা গাবতলী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে সোস্যাল এ্যানগেজমেন্ড ফর বাজেটারী একাউন্টেবিলিটি (সেবা) প্রকল্পে কাজ করে আসছে।