গাবতলীতে চেয়ারম্যান প্রার্থীসহ ৫১জনের প্রার্থীতা প্রত্যাহার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:55 PM, 07 April 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতবুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে বগুড়া গাবতলীর ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের ১১জন স্বতন্ত্র¿ চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ৩৫জন ও সংরক্ষিত আসনের ৫জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এসব প্রার্থীরা হলেন, দূর্গাহাটা ইউনিয়নের তাজুল ইসলাম লিটন, সাধারণ সদস্য শামীম আহম্মেদ (২নং ওয়ার্ড), আজাহার আলী (৭নং ওয়ার্ড), আফছার আলী (৮নং ওয়ার্ড)। বালিয়াদিঘী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান, সাধারণ সদস্য হাফিজার রহমান (৭নং ওয়ার্ড) এবং সংরক্ষিত আফরুজা খাতুন (১নং ওয়ার্ড)। দক্ষিণপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহতাব চৌধুরী, সাধারণ সদস্য হবিবুর রহমান (৫নং ওয়ার্ড)। সোনারায় ইউনিয়নে সাধারণ সদস্য ৯নং ওয়ার্ডের শ্রী রতন কুমার রায়। গাবতলী সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাহাদত হোসেন সাগর, সংরক্ষিত জরিনা বেগম ১নং ওয়ার্ড ও সাধারণ সদস্য, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম দুলাল (৬নং ওয়ার্ড) এবং খোরশেদ আলম প্রাং (৮নং ওয়ার্ড)। নাড়–য়ামালা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান, রুহুল হাসান রুহিন, উম্মে হাবিবা মুক্তি, সাধারণ সদস্য, আব্দুল মজিদ, ফজলুর ও সোহেল রানা (৩নং ওয়ার্ড), ইসমাইল (৪নং ওয়ার্ড), আসাদুল জামান বাবু (৬নং ওয়ার্ড), লাবলু প্রামানিক ও লাল মিয়া প্রামানিক (৭নং ওয়ার্ড), ইলিয়াস (৯নং ওয়ার্ড)। রামেশ্বরপুর ইউনিয়নে সংরক্ষিত আদরী বেগম ও নিহার বেগম জ্যোসনা, সাধারণ সদস্য, ১নং ওয়ার্ডের মাহফুজার রহমান, আপেল কাজী, ৩নং ওয়ার্ডের আইনুল হুদা, সাজু শাহ, ৬নং ওয়ার্ডের আঃ মালেক, ৭নং ওয়ার্ডের আঃ গফুর, ৯নং ওয়ার্ডের হোসনে আরা খানম ও আলমগীর হোসেন। কাগইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, রফিকুল ইসলাম ও নবীউল আহসান রিপন, সাধারণ সদস্য, ১নং ওয়ার্ডের শহিদুল ইসলাম। নশিপুর ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান, সংরক্ষিত ২নং ওয়ার্ডের সাহেরা, সাধারণ সদস্য, ১নং ওয়ার্ডের আব্দুল হামিদ ও ইউনুস আলী প্রাং, ৪নং ওয়ার্ডের শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের নুর আলম, ৮নং ওয়ার্ডের ইয়াসিন আলী। মহিষাবান ইউনিয়নে সাধারণ সদস্য, ২নং ওয়ার্ডের হাফিজার রহমান, ৩নং ওয়ার্ডের মাহবুর রহমান, ৬নং ওয়ার্ডের জাহেদুর রহমান, ৯নং ওয়ার্ডের রাসেল। এদিকে নেপালতলী ইউনিয়নে কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনি।

আপনার মতামত লিখুন :